| |
               

মূল পাতা সারাদেশ যমুনার ভাঙনে বিলীন হচ্ছে সাপধরীর ভূখন্ড


যমুনার ভাঙনে বিলীন হচ্ছে সাপধরীর ভূখন্ড


ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি     14 June, 2022     03:20 PM    


জামালপুরে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙনে বিলীন হচ্ছে নব ঘোষিত যমুনার চরালের সাপধরীর মডেল ইউনিয়নের ভূখন্ড। প্রতিদিনই ভাঙ্গনে বিলীন হচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। ভাঙ্গণে হুমকির মূখে যমুনার জেগে উঠা বিস্তীর্ণ এলাকার বহু গুরুত্বপূর্ণস্থাপনা।

জানা গেছে, সম্প্রতি সরকার দেশের চরালের ৫টি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে জামালপুরের যমুনা নদী বেষ্ঠিত দ্বীপাল ইসলামপুর উপজেলা সাপধরী ইউনিয়ন। যমুনার বুকে সবুজ-শ্যামল ১৫টি গ্রাম এখন দৃষ্টিনন্দন নতুন সেন্টমার্টিন দ্বীপ নামে পরিচিতি লাভ করেছে সাপধরী। দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় পর্যটকদের ।

ইতোমধ্যে নদীর তলদেশ দিয়ে ইউনিয়নটিতে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সরবরাহসহ শিক্ষা প্রতিষ্ঠান, পাকা সড়ক ও ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে।
বর্তমানে যমুনার পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে একে পর এক নদীতে বিলীন হচ্ছে নব ঘোষিত যমুনার চরা লের সাপধরীর মডেল ইউনিয়নের ভূখন্ডের ফসিল জমি, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে পড়েছে আশ্রায়ন-আবাসন, গুচ্ছ গ্রাম, রাস্তাঘাট, স্কুল-মাদ্রারা ও মসজিদসহ নানা প্রতিষ্ঠান। যমুনার দ্বীপচরে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় মডেল ইউনিয়ন বাস্তবায়ন করতে হলে বাঁধ নির্মাণসহ প্রশাসনের নিকট দ্রুত নদী ভাঙ্গন রোধের প্রয়োজনীয় ব্যাবস্থার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

নদী-নদীভাঙ্গণে ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনসহ প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু: তানভীর হাসান রুমান।প্রশাসন জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রোধসহ ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে আসবেন এটাই এলাকাবাসী প্রত্যাশা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর