| |
               

মূল পাতা সারাদেশ সিন্দুরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুধু পতাকা উড়ে, বাজে না ঘন্টা!


সিন্দুরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুধু পতাকা উড়ে, বাজে না ঘন্টা!


ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি     12 June, 2022     08:28 PM    


জামালপুরের যমুনার চাঞ্চল্যের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শুধু পতাকা উড়ে বাজেনা ঘন্টা, স্কুল চলাকালীন সময়ে গত মঙ্গলবার দুপুরে সাড়ে বারটার দিকে পরিদর্শনে গিয়ে পাওয়া যায়নি ছাত্র, ছাত্রী শিক্ষক/শিক্ষিকা। বিদ্যালয় মাঠে যেখানে ছাত্রছাত্রীদের ক্লাসের ফাঁকে খেলাধুলার কোলাহল থাকার কথা সেখানে স্থানীয়রা মাঠে শুকাচ্ছে ধান।

স্থানীয়রা জানান, প্রধান শিক্ষিকা এসেছিলেন কিছুক্ষণ আগে চলে গেছেন। কিন্তু সরেজমিনে বিদ্যালয় মাঠে অবস্থান কালে দেখা যায় প্রধান শিক্ষিকা চলে গেলেও উড়ছে পতাকা। বিদ্যালয়ের সকল কক্ষবন্ধ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্ব প্রাপ্তদের তদারকি না থাকায় প্রাথমিক শিক্ষার এমন বেহাল অবস্থা বিরাজ করছে। শিক্ষকরা দায়িত্ব ফাঁকি দিয়ে বসে বসে বেতন-ভাতা উত্তোলন করছে বলে সচেতন মহলের অভিযোগ।

জানা যায়, বিদ্যালয় টিতে ৪জন শিক্ষক ও২শতাধিক শিক্ষার্থী রয়েছে। চলতি দায়িত্বে জবেদা খাতুন নামে একজন প্রধান শিক্ষক, মেহেদী হাসান ইজদানী, তানজিমা আক্তার,ও সাহিদা আক্তার নামে তিন জন সহকারী শিক্ষক রয়েছেন। তন্মধ্যে সাহিদা আক্তার সিইন এড প্রশিক্ষণে এবং সহকারী শিক্ষিকা তানজিমা আক্তার বেলগছা ঘোনাপাড়া স্কুলে ডেপুটেশনে রয়েছেন।এলাকাবাসীর অভিযোগ বর্তমানে খাতা কলমে দুই শতাধিক শিক্ষার্থী প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক একজন থাকলেও প্রধান শিক্ষিকা আসলেও সহকারী শিক্ষক মেহেদী হাসান মাসের পর মাস বিদ্যালয়ে ফাঁকি দিয়ে থাকেন।শিক্ষকদের এহেন দায়িত্বহীনতার ফলে যমুনার চরাঞ্চলের প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে বিষয়টি দেখার যেন কেউ নেই।

প্রধান শিক্ষিকা জবেদা খাতুন জানান, যমুনা পারি দিতে নৌকা না পাওয়ায় মাঝে মাঝে দুপুরেই বিদ্যালয় ত্যাগ করতে হয়।

ক্লাস্টারে দায়িত্বে উপজেলা সহকারী প্রাথমি শিক্ষা আইয়ূব আলী জানান, আমি নতুন এসেছি। বিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর