| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব রাত ১০টার পর বিয়ের আয়োজন করা যাবে না, খাবার হতে হবে এক আইটেমের


রাত ১০টার পর বিয়ের আয়োজন করা যাবে না, খাবার হতে হবে এক আইটেমের


মুসলিম বিশ্ব ডেস্ক     10 June, 2022     11:57 AM    


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রাত ১০টার পর বিয়ের কোনো আয়োজন করা যাবে না। নির্দেশনা না মানলে নেয়া হবে আইনি পদক্ষেপ। এমন সংবাদ জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।

একাধিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনায় এমন পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ ছাড়া বিয়েতে আসা অতিথিদের মাত্র এক ধরনের খাবার খাওয়াতেও নির্দেশনা দেয়া হয়েছে। কী কারণে বিয়ে নিয়ে এমন নির্দেশনা এসেছে তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কর্তৃপক্ষ বলছে, এ ব্যাপারে শীঘ্রই নোটিশ দেয়া হবে।

সূত্র বলছে, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এরই মধ্যে বিষয়টি নিয়ে নির্দেশনা দেয়া হয়েছে। কঠোরভাবে এ ব্যাপারে দায়িত্ব পালন করতে বলা হয়েছে তাদের। নির্দেশনা না মানলে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। অর্থনৈতিক, রাজনৈতিসহ নানা কারণে বিপর্যস্ত অবস্থায় পড়েছে পাকিস্তান। খাদ্যপণ্য, জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই দেশটিতে। খরচ কমানোসহ নানা নির্দেশনা এসেছে কর্তৃপক্ষের কাছ থেকে।

এমন প্রেক্ষাপটে বিভিন্ন নাটকীয়তার পর গত ৯ এপ্রিল মধ্যরাতের অনাস্থা ভোটে ৬৯ বছর বয়সী ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। পরে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আবার ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ।