| |
               

মূল পাতা আন্তর্জাতিক জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ছে ভারতসহ পাঁচ দেশ


জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ছে ভারতসহ পাঁচ দেশ


আন্তর্জাতিক ডেস্ক     10 June, 2022     07:38 AM    


ভারতসহ পাঁচটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ছে। তাদের স্থলাভিষিক্ত হচ্ছে ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।

বৃহস্পতিবার (৯ জুন) সাধারণ পরিষদে জাতিসংঘের সদস্য দেশগুলোর ভোটে নতুন এ পাঁচ দেশ নির্বাচিত হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এ দেশগুলো। ভারত ছাড়াও বাদ পড়েছে আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়ে।

প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদ ১৫টি দেশ নিয়ে গঠিত। তাদের মধ্যে পাঁচটি – চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র – ভেটোর অধিকার সহ স্থায়ী সদস্য। বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য। ভৌগলিক অবস্থানের ভিত্তিতে দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। তবে, এক্ষেত্রে দেশগুলোর সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়।

সূত্র, রয়টার্স।