| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইরানে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ১৭


ইরানে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ১৭


আন্তর্জাতিক ডেস্ক     08 June, 2022     03:28 PM    


ইরানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি যাত্রী। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বুধবার (৮ জুন) এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। খবর আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরের অন্ধকারে ট্রেনটির সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল প্রত্যন্ত অঞ্চলটিতে পৌঁছেছে। সেখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ। কমপক্ষে ১৬ জন গুরুতর আহত হয়েছেন, যাদের কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তাবাস থেকে প্রায় ৫০ কি.মি (৩০ মাইল) দূরে রেললাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। রেললাইনটি শহরটিকে মধ্যাঞ্চলীয় শহর ইয়াজদের সঙ্গে সংযুক্ত করেছে।

ঘটনাস্থলে ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা আহতদের উদ্ধারের চেষ্টা করার সময় তাদের পাশে ট্রেনের বগি পড়ে রয়েছে।