| |
               

মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ বন্দুক দেখিও না, বন্দুক ভোঁতা করতে জানি : মমতা


বন্দুক দেখিও না, বন্দুক ভোঁতা করতে জানি : মমতা


আন্তর্জাতিক ডেস্ক     07 June, 2022     07:34 PM    


ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নিজের জীবন দিয়ে হলেও বাংলা ভাগ হতে দেব না, রক্ত দেবো, তবুও বাংলা ভাগ হতে দেবো না। আমাকে বন্দুক দেখিও না, বন্দুক ভোঁতা করতে আমি জানি।

আজ (৭ জুন) মঙ্গলবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের সভায় তিনি এসব কথা বলেন। মমতার উত্তরবঙ্গ সফরের দিনেই নিষিদ্ধ সংগঠন কেএলওর জঙ্গি প্রধান জীবন সিং কামতাপুরের দাবিতে বাংলা ভাগের দাবি জানিয়েছিলেন। এছাড়া বিজেপির কিছু নেতা মাঝে মধ্যেই উত্তরবঙ্গে পৃথক রাজ্য গড়ার কথা বলেন।

মমতা বলেন, উত্তরবঙ্গের মানুষকে বলব আমরা সবাই এক। কোনোভাবেই বাংলা ভাগ হতে দেব না। আমি রক্ত দেওয়ার জন্য তৈরি। রবীন্দ্রনাথ, নজরুল, পঞ্চানন বর্মাকে ভাগ করতে পারবেন? কিছু নেতার কাজকর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে। বলছে, উত্তরবঙ্গকে ভাগ না করলে আমাকে মেরে দেবে। আমি বলি তোমাদের ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও। এতবড় ক্ষমতা তোমাদের?

তিনি আরো বলেন, আমি অনেক বন্দুক দেখে এসেছি। এসব বন্দুক আমাকে দেখিও না। এসব বন্দুক ভোঁতা করতে আমি জানি। বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে। এটা মনে রাখবেন, যখনই ভোট আসে তখনই বিজেপি বাংলা ভাগ করার কথা বলে। কিছু টাকা দেয়। ভোট এলেই এক কথা, আর ভোট চলে গেলেই অন্য কাজ। তাই ঐক্যবদ্ধ থাকুন।