| |
               

মূল পাতা জাতীয় ‘৯৮ ভাগ জনগণকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনা হয়েছে’


‘৯৮ ভাগ জনগণকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনা হয়েছে’


রহমত ডেস্ক     06 June, 2022     08:42 PM    


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার আমলে দেশের শতকরা ৯৮ ভাগ জনগণকে নিরাপদ সুপেয় পানি সরবরাহের আওতায় আনা সম্ভব হয়েছে। ৯৮ ভাগ মানুষকে নিরাপদ পানি সরবাহের আওতায় আনার বিষয়টি বিশ্বে একটা উদাহরণ। বিশ্বের অধিকাংশ দেশে এটা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল, দূরদর্শী এবং জনদরদি নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে। আজ (৬ জুন) সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

বিগত বিএনপি আমলে সারা দেশে সুপেয় পানি সরবরাহে ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, সে সময় পানির দাবিতে জনগণ রাস্তায় নেমে এসেছিল। তখনকার বিএনপি সরকারকে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে মাঠে নামাতে হয়েছে। বর্তমান সরকার আমলে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।বর্তমান সরকার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ মোকাবেলার কথা মাথায় রেখে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে ভূউপরিস্থিত পানি ব্যবহারের ওপর জোর দিচ্ছে। সে জন্য গভীর নলকূপের পাশাপাশি উপরের বা নদীর পানি শোধনের মাধ্যমে সরবরাহের প্রতি গুরুত্ব দিচ্ছে।২০৩০ সাল নাগাদ দেশের ৭০ শতাংশ পানি  ভূউপরিস্থিত মাধ্যম থেকে সরবরাহ করা সম্ভব হবে।