| |
               

মূল পাতা রাজনীতি দ্রব্যমূল্য আকাশচুম্বি হওয়ায় দেশের মানুষ দিশেহারা: চরমোনাই পীর


দ্রব্যমূল্য আকাশচুম্বি হওয়ায় দেশের মানুষ দিশেহারা: চরমোনাই পীর


রহমত ডেস্ক     04 June, 2022     10:49 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫১ বছরেও বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। যারাই ক্ষমতায় গেছে তারাই জবরদখলের মাধ্যমে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দেশের সম্পদ লুটপাট করেছে। বাংলাদেশের জনগণ আজ ভাল নেই। দ্রব্যমূল্য আকাশচুম্বি হওয়ায় দেশের মানুষ আজ দিশেহারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ক্ষমতাসীন সরকারের পদত্যাগ করা উচিত।


আজ (৪ জুন ) শনিবার, বিকেলে বগুড়ার সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ৯২% মুসলমানের দেশে মদকে সহজলভ্য করে প্রজ্ঞাপন জারি করে সরকার যুব সমাজকে ধ্বংস করতে চায়। মুসলিম প্রধান বাংলাদেশে একদিকে মাদককে সহজলভ্য করা হচ্ছে, অন্যদিকে শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে সঙ্কুচিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।

তিনি বলেন, শ্বেতপত্র নামক নাটক বানিয়ে ঘাদানিকরা (একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি) দেশের সম্মানিত উলামায়ে কেরাম ও মাদ্রসার বিরুদ্ধে বিষবাষ্প ছড়াচ্ছে। দেশ বিরোধী ঘাদানিকদের শ্বেতপত্র তৈরিতে ইন্ধনদাতাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে তাদের দোষররা এ জাতীয় ঘৃণিত কাজ করার আবারও দুঃসাহস দেখাবে।

উত্তরবঙ্গের প্রবীন আলেম মাওলান আব্দুল হক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, সরকারের দায়িত্বশীলরা স্বীকার করেন যে সর্বত্র দুর্নীতি বিরাজমান। কাজেই আওয়ামী লীগ বা বিএনপি দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়। তাই আগামী জাতীয় নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে দেশপ্রেমিক নাগরিকদেরকে একযোগে কাজ করতে হবে।

দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ সংকটাপন্ন, জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, দুর্নীতিবাজ, লুটেরা এবং তাবেদার শক্তি দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। এ অবস্থার পরিবর্তনের জন্যে সমাজ ঐক্যদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা সুরক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তীব্র গণজাগরণ সৃষ্টি করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল হক আজাদ বলেন, দেশের বড় সমস্যা হল দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি। দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি মুক্ত করতে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার বিকল্প নাই। কাজেই দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে।

এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মদ আল আমীন, দলের বগুড়া জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতী মুহিবুল্লাহ, পাবনা পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ, রাজশাহী জেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ, নাটোর জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, পাবনা পূর্ব জেলা সভাপতি মাওলানা সুলাইমান, জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলী আহমদ, বগুড়া জেলা সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক এমপি হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।