| |
               

মূল পাতা আন্তর্জাতিক রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের


রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক     03 June, 2022     12:44 PM    


ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট সহযোগী, অর্থ ব্যবস্থাপক, ব্যবসায়ীসহ একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তাতে লক্ষ্য করে দেয়া হয়েছে এ নিষেধাজ্ঞা।

শুক্রবার (০৩ জুন) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন রুশ ধনকুবের, রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র  মার্কিন জাখারোভাও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

এদিকে চলমান পরিস্থিতিতেই আজ শুক্রবার আফ্রিকার ইউনিয়নের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। খাদ্যশস্য সরবরাহ এবং রাজনৈতিক সহযোগিতাই থাকবে আলোচনার মূল বিষয়।

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।