| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনিদের বিক্ষোভ মিছিল


আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনিদের বিক্ষোভ মিছিল


মুসলিম বিশ্ব ডেস্ক     03 June, 2022     05:08 PM    


ইয়েমেনে শুক্রবার (০৩ জুন) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় তারা ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্লোগান দেয়। এই মিছিলের নাম দেওয়া হয়েছে 'সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বজ্রকন্ঠ'। 

সা'দা শহরে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণমিছিলের আয়োজকেরা বলেছেন, জনগণকে সাম্রাজ্যবাদী আমেরিকার অন্যায় তৎপরতা ও আগ্রাসী নীতি সম্পর্কে সচেতন করাই এই মিছিলের উদ্দেশ্য। এর মাধ্যমে বারবারই জনগণের সামনে আমেরিকা ও ইসরাইলের মুখোশ উন্মোচন করার চেষ্টা করা হয়। এর ফলে সাম্রাজ্যবাদী ও আগ্রাসী শক্তির কাছ থেকে ধোঁকা খাওয়ার আশঙ্কা হ্রাস পায়।  

সমাবেশে সাদ্‌রউদ্দিন আমের নামের  রাজনীতিবিদ বলেছেন, ইয়েমেনি জনগণ বজ্রকন্ঠে এটাই বলতে চেয়েছে যে তারা সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রের শিকার।

মিছিল ও সমাবেশ শেষে প্রকাশিত এক বিবৃতিতে মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি তাদের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দখলদার ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও হত্যা-নির্যাতনের নিন্দা জানিয়ে এর পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

-পার্সটুডে