| |
               

মূল পাতা রাজনীতি 'ইসলাম বিদ্বেষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে'


'ইসলাম বিদ্বেষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে'


রহমত ডেস্ক     03 June, 2022     07:32 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ১১৬ আলেমে দ্বীন ও এক হাজার মাদ্রাসার তালিকা এবং ‘ভিত্তিহীন শ্বেতপত্র’ প্রকাশ ‘নাস্তিকদের’ পক্ষ থেকে মুসলিমদের ওপর একটি পরীক্ষা মাত্র। তাই এই সকল ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৩ জুন) পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে সকাল ৯টায় ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্মী প্রত্যাশী তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম আরও বলেন, শ্বেতপত্রে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে মিথ্যাচার করা হয়েছে। সংবিধানে বিসমিল্লাহ সংযোজনকে সাম্প্রদায়িকতার উৎস বলে আখ্যা দেয়া হয়েছে। কথিত শ্বেতপত্রটি বাংলাদেশের সংবিধানের মৌলিক প্রস্তাবনার বিরোধিতা করেছে। মৌলিক প্রস্তাবনাকে সাম্প্রদায়িকতার সূত্র বলে অপব্যাখা করেছে। ফলে এই শ্বেতপত্র সংবিধান বিরোধী। এই নামমাত্র ঘাদানিকের পক্ষাবলম্বন করে সরকার নিজের বিপদ নিজে ডেকে আনছে।

তিনি বলেন, ইসলাম হচ্ছে একটি শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে হিংসা, বিদ্বেষ থাকবেনা। ইসলামে গুম খুন, ধর্ষন, লুটতরাজ, রাহাজানি পছন্দ করেনা। উন্নত সমাজ ব্যাবস্থার জন্য প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই। ব্যর্থ জাহেলী সমাজ ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলামী শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমে যুব সমাজকেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সবসময় সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।