| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি টাকার মান আরও কমলো


টাকার মান আরও কমলো


রহমত ডেস্ক     02 June, 2022     08:40 PM    


ডলারের বিপরীতে টাকার মান আরো ৯০ পয়সা কমেছে। প্রতি মার্কিন ডলারের বিনিময় হার এখন ৮৯ টাকা ৯০ পয়সা।

বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করে। এর আগে, ২৯ মে ডলারের বিপরীতে টাকার মান কমে। সে সময় ডলারের বিপরীতে টাকার মান এক ধাক্কায়ই ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা হয়েছিল।

গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আমদানির মূল্য পরিশোধের কারণে তীব্র চাপের মুখে পড়েছে টাকা। এ নিয়ে চলতি অর্থবছরেই আটবার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক।

৯ মে মে মাসে প্রথম দফায় দর বাড়ানো হয়েছিল। সেদিন ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। এর আগে ৮৬ টাকা ৪৫ পয়সা ছিল বিনিময় হার।

আর গত ২৩ মে তৃতীয়বারের মত ডলারের বিপরীতে টাকার দর ৪০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক লেনদেনে নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৯০ পয়সা। রোববার পর্যন্ত কার্যকর ওই দর কার্যকর ছিল। এর পর চতুর্থ দফায় তা বাড়িয়ে ৮৯ টাকা করা হয়।