| |
               

মূল পাতা সারাদেশ ‘সরকার ওলামা সম্মেলনের অনুমতি না দিয়ে নাস্তিকদের খুশি করছে’


‘সরকার ওলামা সম্মেলনের অনুমতি না দিয়ে নাস্তিকদের খুশি করছে’


রহমত ডেস্ক     01 June, 2022     07:54 PM    


জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে কথিত ‘গণকমিশন’ কর্তৃক দেশের সম্মানিত ১১৬ জন আলেম ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে বানোয়াট শ্বেতপত্র এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওলামা সম্মেলনের প্রশাসনের অনুমতি না বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম  ও মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান।

আজ (১ জুন) বুধবার প্রচার সম্পাদক মুফতী মুহিউদ্দীন জিলানীর স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, আগামীকালের ওলামা সম্মেলন-এর অনুমতি না দিয়ে সরকার অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। ইনডোর প্রোগ্রামেও বাধা মেনে নেয়া যায় না। ওলামা সম্মেলন কোন সরকার পতনের আন্দোলন ছিল না। এটা ওলামাদের একটা কর্মসূচি ছিল, গণকমিশনের বিরুদ্ধে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও বলেছিলেন গণকমিশনের আইনী ভিত্তি নেই। ওলামা সম্মেলন করতে না দিয়ে নাস্তিক-মুরতাদদের আইনী সহায়তা করছে সরকার।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা পল্টন মডেল