| |
               

মূল পাতা জাতীয় বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস


বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস


রহমত ডেস্ক     31 May, 2022     09:54 AM    


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে ঝড় বয়ে যাওয়ার পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

গতকাল সোমবার (৩০ মে) বিকেলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এ জন্য আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া, কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরপর বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে এবং বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ার কারণে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।