| |
               

মূল পাতা সারাদেশ বগুড়ায় প্রকাশ্যে পুলিশকে পিটিয়ে মোটরসাইকেল ভাঙচুর


বগুড়ায় প্রকাশ্যে পুলিশকে পিটিয়ে মোটরসাইকেল ভাঙচুর


রহমত ডেস্ক     29 May, 2022     07:21 AM    


বগুড়ায় প্রকাশ্য দিনের বেলা এক বৃদ্ধকে অপহরণে বাধা দেয়ায় এক গোয়েন্দা পুলিশ সদস্যকে পিটিয়ে তার মোটরসাইকেল ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। রবিবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের চকলোকমান শ্যামলী মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া শহরের মালতিনগর এলাকার চিহ্নিত ৫-৭ জন সন্ত্রাসী বিকেলে শ্যামলী মোড় থেকে এক বৃদ্ধকে অপহরণের চেষ্টা করে। এ সময় ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ওয়াচার কনস্টেবল আব্দুল খালেক মোটরসাইকেলে সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে এবং রাম দা দিয়ে কুপিয়ে তারা মোটরসাইকেলটি ভাঙচুর করে।

পরে বনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে পৌঁছে আব্দুল খালেককে উদ্ধার করলেও ওই বৃদ্ধকে অপহরণ করে সন্ত্রাসীরা।

বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে সন্ত্রাসী ফারুক, রতন, রেজাসহ ৫-৭ জন এক বৃদ্ধকে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যাচ্ছে। তবে ওই বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী বগুড়া বগুড়া সদর