মূল পাতা আন্তর্জাতিক ‘পাশ্চাত্য মিডিয়ায় মুসলমানদেরকে খুবই নেতিবাচকভাবে দেখানো হয়’
আন্তর্জাতিক ডেস্ক 29 May, 2022 10:42 PM
মার্কিন ও পাশ্চাত্য মিডিয়ায় মুসলিমদেরকে খুবই নেতিবাচকভাবে চিত্রিত করা হয়। দুই রাজনীতি বিজ্ঞানী লাখ লাখ প্রতিবেদন বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এসোসিয়েন প্রেসের আউটলেট দি কনভারসেশনে মিডলবারি এবং উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানী ও অধ্যাপক এরিক ব্লিচ ও এ মরিটস ভ্যান ডার ভিন তাদের সমীক্ষা প্রকাশ করেন।
তারা বলেন, যে পাশ্চাত্য দুনিয়ার বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডিয়া আউটলেট ও সংস্থাগুলো প্রতিবেদনের ওপর তারা সমীক্ষা চালিয়েছেন। তারা দেখেছেন, গত ২৬ বছর ধরে মুসলিমদের ব্যাপারে নেতিবাচকভাবে লেখালেখি হচ্ছে। গবেষক দুজন ক্যাথলিক, ইয়াহুদি ও হিন্দুদের মতো সংখ্যালঘুদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনও যাচাই করে দেখেছেন। তারা দেখতে পেয়েছেন, এসব ধর্মের চেয়ে মুসলিমদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো অনেক বেশি নেতিবাচক হয়।
তাদের গবেষণায় দেখা গেছে, ওই তিন ধর্ম নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর ৫০ ভাগ ইতিবাচক, ৫০ ভাগ নেতিবাচক। কিন্তু মুসলিমদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর ৮০ ভাগই নেতিবাচক।নেতিবাচকভাবে প্রকাশিত প্রতিবেদনগুলোতে অনেক সময় পরোক্ষ ও সূক্ষ্মভাবে ইসলাম ও মুসলিমদের সম্পর্কে বক্তব্য থাকে।