মূল পাতা আন্তর্জাতিক নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক 29 May, 2022 07:23 AM
নাইজেরিয়ায় একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। হতাহতের বেশিরভাগই শিশু।জানা গেছে, গির্জাটিতে তারা খাবার খেতে গিয়েছিলেন। দেশটির প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
দেশটর রিভার রাজ্যের পুলিশ মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকোর উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, খাবারের জন্য শত শত লোক খুব সকালে ওই গীর্জার সামনে ভিড় করে। এ সময় ধাক্কা-ধাক্কিতে গির্জার গেট ভেঙে গেলে লোকজন হুড়োহুড়ি শুরু করে। তাতে পদদলিত হয়ে ৩১ জন মারা যায়।
হতাহতদের স্থানীয় একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে খবরে জানা যায়। সিএনএনের খবরে বলা হয়েছে, হতাহতের বেশিরভাগই শিশু।
গির্জায় ফ্রিতে খাবার পাওয়ার জন্য শুক্রবার থেকে মানুষ সেখানে ভিড় করতে থাকে বলে নাইজেরিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়।
এদিকে দুর্ঘটনায় আহতদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
সূত্র : আল জাজিরা