| |
               

মূল পাতা জাতীয় দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে ভারত : মুফতী ফয়জুল করীম


দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে ভারত : মুফতী ফয়জুল করীম


রহমত ডেস্ক     28 May, 2022     08:20 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, 'ভারত দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে, আর যারা তাদের দালাল হয়ে এদেশে কাজ করছেন আমাদের তাদের চিহ্নিত করতে হবে। কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে আলাদা একমাত্র রেখা হচ্ছে আলেম-ওলামা ও ইসলাম।’ প্রয়োজনে ফতোয়া বোর্ড গঠন করা উচিত মন্তব্য করে তিনি বলেন, 'যারা ভারতের দালাল হয়ে ইসলাম, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আলেম-ওলামাদের বিপক্ষে গিয়ে পক্ষপাতিত্ব করছেন, তাদের জানাজার নামাজ পড়ানো যাবে না এবং কোনো মুসলমানের কবরস্থানে তাদের দাফন করা যাবে না এই মর্মে ফতোয়া বোর্ড হওয়া উচিত।'

শনিবার (২৮ মে) বিজয়নগরস্থ একটি রেস্তোরায় জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় বাংলাদেশ একটি প্রান্তিকতা অতিক্রম করছে। বিশ্ব রাজনীতির নানা ধরণের টানাপোড়ন, দেশে ভোটবিহীন সরকারের দীর্ঘ শাসন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও নাগরিক অস্থিরতার এই সময়ে ঘাদানিকের মিথ্যা তথ্যে পরিপূর্ণ এই শ্বেতপত্র বহুমাত্রিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় আরো আলোচনা করেন, দেওনার পীর সাহেব অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, এন.ডি.এম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল লতিফ মাছুম, সাবেক সংসদ সদস্য ডা. আক্কাস আলী সরকার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওঃ মুজিবুর রহমান হামিদী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতী আবদুল কাইয়ূম, মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, বিশিষ্ট রাষ্ট্রচিন্তক গৌতম দাস ও দিদারুল ইসলাম, ইসলামিক কালচারাল ফোরামের মহাসচিব মাওলানা নাজমুল হক, মোস্তফা আনোয়ার খান, দেশ রক্ষা আন্দোলনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সানোয়ার হোসেনক ও অনলাইন এক্টিভিষ্ট মাওলানা রুহুল আমীন সাদী প্রমূখ।

মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ভিত্তি হলো ইসলাম। ইসলামের ভিত্তি আমাদেরকে ভারতে একাকার হওয়া থেকে রক্ষা করে। আর উলামায়ে কেরাম ও মাদরাসা সমূহ নিরবিচ্ছিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনতার মাঝে ইসলাম বোধ জাগ্রত করেছে। ঘাদানিক সেই উলামাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি ভিত্তিকে দুর্বল করে দেয়া যায়। 

তিনি বলেন, 'ভারত দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে, আর যারা তাদের দালাল হয়ে এদেশে কাজ করছেন আমাদের তাদের চিহ্নিত করতে হবে। কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে আলাদা একমাত্র রেখা হচ্ছে আলেম-ওলামা ও ইসলাম।’ প্রয়োজনে ফতোয়া বোর্ড গঠন করা উচিত মন্তব্য করে তিনি বলেন, 'যারা ভারতের দালাল হয়ে ইসলাম, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আলেম-ওলামাদের বিপক্ষে গিয়ে পক্ষপাতিত্ব করছেন, তাদের জানাজার নামাজ পড়ানো যাবে না এবং কোনো মুসলমানের কবরস্থানে তাদের দাফন করা যাবে না এই মর্মে ফতোয়া বোর্ড হওয়া উচিত।'

ইসলাম বিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মূফতী ফয়জুল করিম বলেন, 'আমরা যদি মরার জন্য ঐক্যবদ্ধ হই তাহলে কেউ মরবো না, কেউ আমাদের কোনো কিছু করতে পারবে না কিন্তু বেঁচে থাকার জন্য যদি বিচ্ছিন্নভাবে নিজে নিজে বেঁচে থাকতে চাই তাহলে কেউ বেঁচে থাকতে পারবো না। তাই আসুন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-ভূখন্ড, ঈমান ও ইসলামের স্বাধীনতা রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হই।'

কর্মসূচী:- নাগরিক মতবিনিময় সভায় আগামী ২ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় ওলামা সম্মেলন সফল করতে আহ্বান করা হয়।