রহমত ডেস্ক 28 May, 2022 07:39 AM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আসাম ও ভারত আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। বাংলাদেশ ও ভারতের উন্নয়ন একে অপরের পরিপূরক এবং অনেক ভারতীয় বাংলাদেশে কাজ করছে। ভারতে বাংলাদেশ চতুর্থ বৃহত্তম রেমিট্যান্স প্রেরণকারী দেশ।
আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আসামের খানাপাড়ার কৈনাধারা রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা দিয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আসাম আমাকে আশ্রয় দিয়েছিল। এ জন্য আসামের প্রতি আমি কৃতজ্ঞ।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ ও ভারত তাদের সেরা সম্পর্ক উপভোগ করছে।