রহমত ডেস্ক 27 May, 2022 07:27 PM
ঐক্যবদ্ধ আন্দোলনের রুপরেখা প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে লেবার পার্টির সাথে বৈঠক করেছে বিএনপি।
শুক্রবার (২৭ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের ঊর্ধ্বতন নেতারা লেবার পার্টির সাথে এ বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, সরকারের হাত থেকে দেশকে বাঁচানো জরুরি। তাই সব দলের ঐক্যমতে হবে আন্দোলন। দেশের বিদ্যমান পরিস্থিতিতে করণীয় ও কৌশল নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, আন্দোলনের অংশ হতে প্রস্তুত লেবার পার্টি। বৃহৎ ঐক্যের মাধ্যমেই লক্ষ্য অর্জন সম্ভব।
বৈঠকে উপস্থিত ছিলেন লেবার পার্টির অন্যরা হলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান মোসলম উদ্দিন, মাহবুবুর রহমান খালেদ, এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম রাজ, আলাউদ্দিন আলী, জহিরুল হক জহির, হিন্দু রত্ন, ঢাকা মহানগর নেতা মাওলানা আনোয়ার হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার মিরাজুল।