| |
               

মূল পাতা সারাদেশ বোনের সঙ্গে নদী পার হতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের


বোনের সঙ্গে নদী পার হতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের


রহমত ডেস্ক     26 May, 2022     10:54 AM    


নীলফামারীতে ড্রামের ভেলায় চড়ে নদী পার হতে গিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সজিব (৯)। বুধবার (২৫ মে) বিকেলে চাপড়া বড়গাছা ইউনিয়নের বেড়ার ডাঙ্গা এলাকার চাড়াল কাটা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সজিব ও তার বড় বোন (২৩) এক সাথে ড্রামের ভেলায় নদী পার হচ্ছিলেন। ভেলা মাঝ নদীতে আসার পর তারা হঠাৎ করে পানিতে পড়ে যান। সাতার জানায় বোন বেঁচে গেলেও তলিয়ে যায় সজিব। এরপর ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে সজিবকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, ঘটনার প্রায় ৩০ মিনিট পর আমরা খবর পাই। সাথে সাথে রংপুরে আমাদের ডুবুরি দলকে ফোন করে ঘটনাস্থনে যাই। সেখানে এক ঘণ্টার চেষ্টায় পানির ২৫-৩০ ফুট গভীরে একটা গর্ত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর নীলফামারী নীলফামারী সদর