| |
               

মূল পাতা জাতীয় পদ্মা নদীর নামেই হবে সেতুর নাম : ওবায়দুল কাদের


পদ্মা নদীর নামেই হবে সেতুর নাম : ওবায়দুল কাদের


রহমত ডেস্ক     24 May, 2022     03:05 PM    


আগামী ২৫ জুন সকাল ১০টায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। মঙ্গলবার (২৪ মে) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই নামকরণ করা হবে পদ্মা সেতুর।

ওবায়দুল কাদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সামারি (সার সংক্ষেপ) দিয়েছিলাম। একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি, যেখানে তিনি ২৫ জুন তারিখ লিখে সই করেছেন। আরেকটি ছিল পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার। সেটিতে তিনি সই করেননি। তিনি বলেছেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে। এখানে কারও নাম থাকার দরকার নেই।

সেতুমন্ত্রী বলেন, আগামী ২৫ জুন (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন।

উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনের দিন সেতুর দুই প্রান্তে নানান আনুষ্ঠানিকতা থাকবে বলেও জানান তিনি।