| |
               

মূল পাতা সারাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে সর্বগ্রাসী দুর্নীতি চলছে : রাঙ্গা


সরকারের বিভিন্ন দপ্তরে সর্বগ্রাসী দুর্নীতি চলছে : রাঙ্গা


রহমত ডেস্ক     23 May, 2022     10:00 PM    


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকারের বিভিন্ন দপ্তরে সর্বগ্রাসী দুর্নীতি চলছে। দুর্নীতির কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। সাধারণ মানুষ সরকারের কাছ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। এটা সরকারকে বুঝতে হবে।

সোমবার (২৩ মে) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আজমল হোসেন লেবু, আব্দুল মান্নান, অর্থ সম্পাদক মো. শফি, যুগ্ম সম্পাদক রুহুল আমিন লিটন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজলী বেগম, সদস্য সচিব মাসুদার রহমান মিলন প্রমুখ।

রাঙ্গা বলেন, আগামী নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২টি আসন ফিরিয়ে আনতে হবে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেখানে কমিটি নেই, সেখানে কমিটি করতে হবে। এখন যারা ভালো কাজ করবেন। আগামীতে তারাই কমিটিতে ভালো জায়গায় থাকবেন। নির্বাচনের সময় মনোনয়ন পাবেন। দলের জন্য নিবেদিত কর্মী ও সংগঠকদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন। একইসঙ্গে যারা দলের জন্য কাজ করতে পারবেন না, তাদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর রংপুর রংপুর সদর