রহমত ডেস্ক 22 May, 2022 07:30 PM
কথিত গণকমিশন কর্তৃক দেশের খ্যাতিমান ১১৬ জন ইসলামী আলোচককে দুর্নীতি জঙ্গি অর্থায়নে জড়ানোর অপতৎপরতার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েেছে ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
রবিবার (২২ মে) গণমাধ্যম পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠন এর আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে ইসলাম প্রিয় জনগণকে উস্কানি দেয়ার এই ঘৃণ্য প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে।
এর নেপথ্যে ইসলাম ও দেশ বিরোধী গভীর আন্তর্জাতিক চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে।
কথিত গণকমিশনের এই দুঃসাহসিক স্পর্ধা জাতি ক্ষমা করবে না। দুর্নীতি অর্থ পাচার রাষ্ট্রের সম্পদের লুটপাট ও মানবাধিকারের চরম লংঘন ও রাজনৈতিক নৈরাজ্য থেকে মানুষের দৃষ্টি অনত্র সরানোর এই অপপ্রয়াস সফল হবে না মর্মেও নেতৃদ্বয় হুশিয়ারি উচ্চারণ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় দেশের শীর্ষ আলেমদের মানহানি করার বিরুদ্ধে আইনানুগভাবে তাদের বিচারের আওতায় আনারও জোর দাবী জানন।