| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত আজ আত্মসমর্পণ করবেন হাজী সেলিম


আজ আত্মসমর্পণ করবেন হাজী সেলিম


রহমত ডেস্ক     22 May, 2022     08:37 AM    


দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হাজী সেলিম এমপি আত্নসমর্পণ করবেন আজ (২২ মে) রোববার। হাজী সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ১০ ফেব্রুয়ারি। সে অনুযায়ী আজ আত্মসমর্পণ করার কথা তার।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। গত ২ মে দণ্ড মাথায় নিয়ে থাইল্যান্ড গেলে তা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে ৫ মে দুপুরে দেশে ফিরে আসেন হাজী সেলিম। জানান, শিগগিরই আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। চলতি বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজী সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১৩ বছর সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।

প্রসঙ্গত, হাজী সেলিম আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় মামলা করে দুদক। ওই মামলায় ২০০৮ সালে হাজী সেলিমকে দুদক আইনের দু’টি ধারায় মোট ১৩ বছর কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।

২০০৯ সালে হাজী সেলিম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালে ওই সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। নির্দেশ অনুযায়ী ২০২০ সালের মামলাটি শুনানির জন্য উদ্যোগ নেয় দুদক।