এ বি সিদ্দীক 22 May, 2022 09:24 AM
উত্তর সিলেটের নিভৃতচারী আলেম মাওলানা শায়খ আব্দুল মতিনের জীবনীগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) সিলেটের দরগাহ গেইটের শহীদ সুলেমান হলে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে মাওলানা আব্দুল মতিন ফাউন্ডেশন সিলেটের সভাপতি এডভোকেট হাসান আহমদের সভাপতিত্বে লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মুহাম্মদ জিয়াউর রহমান ও সাংবাদিক ফায়যুর রাহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাওলানা শায়খ আব্দুল মতিনের ছেলে ইয়র্ক বাংলা পত্রিকার সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশন ঢাকা অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার কবি রকিব আল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, দরগাহ মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদী, নয়াসড়ক মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী ও প্রাচীন সাহিত্য পত্রিকা আল ইসলাহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল প্রমূখ।
অনুষ্ঠানে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী বলেছেন, মাওলানা শায়খ আব্দুল মতিন অর্ধশতাধিক কাল ধরে নীরবে জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করেছেন। মানুষ গড়ার কারিগর ও শত শত আলেমের এই শিক্ষক নিভৃত পল্লিতে যেভাবে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন, যুগ যুগ ধরে সেই আলো এই অঞ্চলকে আলোকিত করবে, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর খেদমত সাদাকায়ে জারিয়া হিসেবে উপকার পৌছাবে।
প্রধান আলোচকের বক্তব্যে কর কমিশনের অতিরিক্ত কমিশনার কবি রকিব আল হাফিজ বলেন, মাওলানা শায়খ আব্দুল মতিন উত্তর সিলেটের এক নিভৃতচারী মহাপুরুষ। তিনি সুন্নতে নববীর জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে জীবনভর শিক্ষা, সমাজসেবা ও দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। ইলমে ওহির আলো ছড়িয়ে দিতে জীবনকে উৎসর্গ করেছেন। ফলে এ অঞ্চলের ইসলামপ্রিয় মানুষের কাছে তিনি ‘বড় মেছাব’ হিসেবে পরিচিত লাভ করেছেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেন, শিক্ষক হিসেবে মাওলানা আব্দুল মতিন ছিলেন প্রতিষ্ঠানের একটা স্তম্ভ। একই প্রতিষ্ঠানে ৪৪ বছর কাটিয়ে তিনি অসংখ্য ছাত্র সৃষ্টি করেছেন। তাঁর শিষ্যরা বর্তমানে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও আঞ্জাম দ্বীনি খেদমত দিয়ে যাচ্ছেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাওলানা আব্দুল মতিন শুধু শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না, একজন শিক্ষানুরাগী ও সালিশ ব্যক্তিত্ব হিসেবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি সমাজবিরোধী কার্যকলাপরোধে সোচ্চার ছিলেন। পরোপকার ও মানবতার হিতাকাঙ্খী হিসেবে নিবেদিত ছিলেন। তাঁর নামানুসারে গড়ে উঠেছে দাতব্য সংস্থা মাওলানা আব্দুল মতিন ফাউন্ডেশন সিলেট।