| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভারতসহ ১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি


ভারতসহ ১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি


মুসলিম বিশ্ব ডেস্ক     22 May, 2022     08:05 PM    


করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব পুনরায় শুরু হওয়ায় বিশ্বের ১৬টি দেশ ভ্রমণে সৌদি নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২১ মে) দ্য জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানায়, কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নাগরিকদের ওপর নতুন এই ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

দেশগুলোর মধ্যে রয়েছে লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনেজুয়েলা।

গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এদিকে সৌদি আরবে এখনও মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হননি বলে জনসাধারণকে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেন, সৌদির স্বাস্থ্য খাত 'মাঙ্কিপক্সের' সন্দেহজনক নমুনাগুলো পর্যবেক্ষণ ও শনাক্ত করতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম।

তিনি বলেন, এখন পর্যন্ত মানুষের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ খুব সীমিত। তাই এটি থেকে যেকোনো প্রাদুর্ভাব ঘটার সম্ভাবনা কম। এমনকি যেসব দেশে মানুষের দেহে মানুষের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে, তা খুব কম।

সূত্র : গালফ নিউজ, খালিজ টাইমস