মূল পাতা মুসলিম বিশ্ব আয়া সোফিয়ায় আরো ৩৫ হাফেজে কুরআনকে বিশেষ সম্মাননা
মুসলিম বিশ্ব ডেস্ক 18 May, 2022 01:02 PM
সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনের হাফেজ হওয়ায় ইস্তাম্বুল নগরীর ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে আরো ৩৫ জন কিশোরকে বিশেষ সম্মাননা দিয়েছে তুরস্ক।
গত রোববার (১৫ মে) আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেয়া হয়। এর আগে গত বছরের মে মাসেও আয়া সোফিয়ায় কুরআন মুখস্থকারী ১৩৬ কিশোর-কিশোরীকে সম্মাননা দেয় তুরস্ক।
স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও বেশ সংখ্যক মুসুল্লির উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সম্মাননা অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠান শেষের আগে ৩৫ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন হিফজের সনদপত্র তুলে দেয়া হয়। সম্মাননা পাওয়া প্রতিটি শিক্ষার্থীই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নামে প্রতিষ্ঠিত মাধ্যমিক মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করে।
সূত্র : টিআর ডট এজেন্সি