| |
               

মূল পাতা জাতীয় পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা কমানো হয়েছে


পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা কমানো হয়েছে


রহমত ডেস্ক     17 May, 2022     03:01 PM    


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ক্ষমতা কমানো হয়েছে। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা কমিয়ে আজ পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদন দেওয়া হয়েছে। কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এখন থেকে তিনি কারিগরি বা উন্নয়ন প্রকল্প হোক, ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না।

আজ (১৭ মে) মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। এসময় তিনি পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদনও দেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী, প্রতিমন্ত্রী ও পরিকল্পনা সচিব সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন করে দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কিন্তু এখন তিনি কারিগরি বা উন্নয়ন প্রকল্প হোক ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না। এনইসি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে কারিগরি প্রকল্পে অনুমোদনের ক্ষেত্রে কোন বাঁধা ছিল না। কিন্তু এখন ৫০ কোটি টাকার বেশি প্রকল্প হলে একনেক সভায় অনুমোদন নিতে হবে। সচিবের বক্তব্যের পরপরই হাসির ছলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার ডানা কাটা হলো।’

এনইসি সভায় মঙ্গলার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন বাজেট (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ৯ হাজার ১৩০ কোটি টাকার এডিপি অনুমোদিত হয়েছে ।