ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি 17 May, 2022 10:07 PM
ইউপি নির্বাচন উপলক্ষে জামালপুরের ইসলামপুর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ সংরক্ষিত ৮৩ ও সাধারণ সদস্য পদে ২৩১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র ১৭ মে দাখিলের শেষ দিন ছিলো। ১৯মে বাছাই, প্রত্যাহার ২৬মে এবং ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৫জুন ইভিএম এর মাধ্যমে জামালপুরের ইসলামপুরে ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, কুলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত ১৩জন, সাধারণ সদস্য পদে ২৮জন, বেলগাছায় চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত ১২জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন, চিনাডুলী চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, পাথর্শী চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ১৬ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন, নোয়ারপাড়া চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন, সাপধরী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (নৌকা) ৬জন, সিপিবি (কাস্তে)২ জন, ইসলামী ঐক্যজোট (হাতপাখা) ১ জন ও ২৫জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। অন্যদিকে ভোটের মাঠের বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচনে চিনাডুলী ও পার্থশী রিটার্নিং কর্মকর্তা হিসাবে মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসার জামান হোসেন চৌধুরী, কুলকান্দী ও বেলগাছা মোঃ মোক্তার হোসেন উপজেলা নির্বাচন অফিসার ইসলামপুর, মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ।