| |
               

মূল পাতা রাজনীতি আন্দোলনের রূপরেখা শীঘ্রই প্রকাশ করা হবে: গয়েশ্বর


ফাইল ছবি

আন্দোলনের রূপরেখা শীঘ্রই প্রকাশ করা হবে: গয়েশ্বর


রহমত ডেস্ক     13 May, 2022     03:01 PM    


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রুপরেখা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। ‘বৃহত্তম জোটের শীর্ষ দল বিএনপি এই ভাবনাকে (জাতীয় ঐক্য) কেন্দ্র করে একটা বক্তব্য বা বিবৃতি দেবে যার মধ্য দিয়ে সবাই একত্রিত হবে এবং আগামী দিন পথে চলবে। আমার মনে হয় সেই প্রচেষ্টা ও ভাবনা আমাদের মধ্যে চলমান। যেকোনো মুহুর্তে আমরা জাতির সামনে সেটা উপস্থাপন করব।’

শুক্রবার (১৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

গয়েশ্বর বলেন, ‘আমাদের পথ চলার ক্ষেত্রে সবাইকে এক সঙ্গে চলতে হবে। যে বিষয়ে গত কাউন্সিলে বেগম খালেদা জিয়ার উক্তি ছিল যে- নানান মানুষ নানা মত, দেশ বাঁচাতে ঐক্যমত। আমার মনে হয় যে, আমাদের নানান ভাবনা থেকে একটাই ভাবনা হচ্ছে, আমরা মাথা উঁচু করে এক পথেই চলব, আমরা একথায় একভাবে চলব। ’

বিরোধী রাজনৈতিক দলের শরিকদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘অনেক দলের চলমান সংকট উত্তরণের পথে নানামুখী ভাবনা বা নানামুখী দিক-নির্দেশনা থাকতে পারে। কিন্তু সরকারের যে ফ্যাসিবাদী চরিত্র, তাদের কর্মকাণ্ড খুব দ্রুত তাদেরকে একত্রিত করেছে সবাই সবার ভাবনা ত্যাগ করে একভাবে এক পথে চলতে চায়। আমি গত এক মাসের অনুষ্ঠানে বিভিন্ন বক্তার বক্তব্য থেকে অনুমান করছি, বিরোধী দলের নেতারা গত এক মাসে যেসব বক্তব্য দিয়েছেন এখন তা না দিয়ে একটা জাতীয় ঐক্যকে নিশ্চিত করার মাধ্যমে অনেকেই তাতে একমতের কাছাকাছি এবং একসঙ্গে হাঁটাচলা করছেন। ”