মূল পাতা আন্তর্জাতিক রাশিয়ার সাইবেরিয়ায় অগ্নিকাণ্ডে মৃত্যু ৫
আন্তর্জাতিক ডেস্ক 08 May, 2022 07:20 AM
রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণের ক্রাসনোয়ার্স্ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। খবর ডয়েচে ভেলের।
শনিবার (৭ মে) আঞ্চলিক মন্ত্রণালয় জানায়, আগুনে প্রায় ২০০ বাড়িঘর পুড়ে গেছে। আশেপাশে অবস্থিত শিশুদের খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে প্রায় ৩০০ অগ্নিনির্বাপনকর্মী ঘটনাস্থলে পৌঁছান। তবে প্রতিকূল আবহাওয়ার কারলে আগুণ নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। আগুনে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত কয়েক বছরে ধরেই সাইবেরিয়াতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এমন অগ্নিকাণ্ডের কারণে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণও বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের বার্ষিক জলবায়ু প্রতিবেদন অনুযায়ী, গত বছর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক কোটি ৬০ লাখ টন কার্বন নিঃসরণ হয়েছিল।