| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে বন্যায় ২২ জনের মৃত্যু, আহত ৪০


আফগানিস্তানে বন্যায় ২২ জনের মৃত্যু, আহত ৪০


মুসলিম বিশ্ব ডেস্ক     05 May, 2022     06:45 PM    


দীর্ঘদিন ধরেই মানবিক সংকটে রয়েছে আফগানিস্তান। এর মধ্যেই এবার দেশটিতে তীব্র বৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া  অসংখ্য ফসলের জমি, ঘরবাড়ি বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স।

আজ (৫ মে) বৃহস্পতিবার আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দেশের এক তৃতীয়াংশেরও বেশি প্রদেশে দুর্যোগ ব্যবস্থার মোকাবিলা করছে তালেবান সরকার। তারা সাহায্যের জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছেও যাবে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগাযোগ ও তথ্য প্রধান হাসিবুল্লাহ শেখানি বলেন, ১২টি প্রদেশে বন্যা ও ঝড়ের কারণে ২২ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৪০ জন আহত হয়েছেন। এর বাইরে ৫০০ ঘরবাড়ি ধ্বংস, ২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত, ৩০০ গবাদি পশুর মৃত্যু এবং প্রায় ৩ হাজার একর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।