| |
               

মূল পাতা আন্তর্জাতিক যুদ্ধের মধ্যেই ইউক্রেনের মুসলমানদের ঈদ জামাত অনুষ্ঠিত


যুদ্ধের মধ্যেই ইউক্রেনের মুসলমানদের ঈদ জামাত অনুষ্ঠিত


আন্তর্জাতিক ডেস্ক     03 May, 2022     05:10 PM    


দেশে যুদ্ধ চলছে, যেকোনো সময় শত্রুর বোমা এসে পড়তে পারে মাথার ওপর, বেঘোরে হারাতে হতে পারে প্রাণ- এমন আশঙ্কা বুকে নিয়েই ঈদের নামাজে সমবেত হয়েছিলেন ইউক্রেনের মুসলিমরা। সোমবার (২ মে) মধ্যপ্রাচ্য-ইউরোপের বেশিরভাগ দেশের মতো ইউক্রেনেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশটির একপ্রান্তে যখন তুমুল লড়াই চলছে, তখন অন্যপ্রান্ত কিয়েভে শান্তির বার্তা নিয়ে ঈদের নামাজে সমবেত হয়েছিলেন শত শত মুসলিম। সোমবার ঈদের নামাজ আদায় করতে কিয়েভের ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে সমবেত হয়েছিলেন বহু মুসলিম।  

ইউক্রেনীয় মুসলিমদের কাউন্সিলের সভাপতি সেরাৃন আরিফভ বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে অনেক মুসলিম বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের কিছু লোক অন্য দেশে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ ইউক্রেনের ভেতরই নিরাপদ আশ্রয় খুঁজেছেন। এসময় যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুসলিম সম্প্রদায়কে ইউক্রেন ও এর জনগণের পাশে দাঁড়াতে যথাসাধ্য চেষ্টা করার আহ্বান জানান তিনি।

সারা বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং শান্তিপূর্ণ সুস্থ জীবন কামনা করেছেন ইউক্রেনের ইজমাইল স্টেট ইউনিভার্সিটি অব হিউম্যানিটিজের অধ্যাপক সাইফুল্লাহ রশিদভ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইউক্রেনীয় নাগরিক আলি আসাদি জানান, তারা আশা করছেন, যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে অন্তত ২ হাজার ৮৯৯ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩ হাজার ২৫৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়ে আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন ৫৪ লাখের বেশি মানুষ, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া লোকের সংখ্যা অন্তত ৭৭ লাখ।