| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বেফাকের দুঃখ প্রকাশ


বেফাকের দুঃখ প্রকাশ


রহমত ডেস্ক     01 May, 2022     05:14 PM    


৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট পেইজ (অনলাইন সংস্করণ) দেখতে সমস্যা হওয়ায় আন্তরিকভাবে  দুঃখ প্রকাশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় বেফাক। বর্তমানে পরীক্ষার ফলাফল বেফাকের রেজাল্ট পেইজ www.wifaqresult.com এবং বেফাকের ভেরিফাইড ফেইসবুক পেইজে মাদরাসাওয়ারী ফলাফল পাওয়া যাবে। উপরিউক্ত পরিস্থিতি মােকাবেলায় সকলের নিকট দু’আ কামনা করা হয়েছে।

আজ (১ মে) রবিবার দুপুরে বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক  মাওলানা মুহাম্মদ যুবায়েরের স্বাক্ষরিত এক বিবৃতি এসব তথ্য জানানো হয়। এর আগে, শনিবার (৩০ এপ্রিল) দুপুর ২ টায় বোর্ডের কেন্দ্রীয় কার্যলয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৭৭১৪টি মাদরাসার ২৬১৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫৬৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১০২৭২৭ জন ও ছাত্রী ১২২৯০৪ জন। মোট পাশ করেছে ১৬৬৬৯১ জন। যার গড় পাশের  হার ৭৩.৮৮। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।