| |
               

মূল পাতা সাহিত্য সৃজনঘরের নির্বাহী বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


সৃজনঘরের নির্বাহী বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি     30 April, 2022     09:28 PM    


শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘরের ইফতার মাহফিল ও জরুরী নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার শহরস্থ রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সৃজনঘরের সভাপতি সাইফ রাহমানের সভাপতিত্বে ও সম্পাদক হামমাদ রাগিবের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাম্মাদ তাহমীম, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে, অফিস সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, প্রচার সম্পাদক জামিল আহমদ, নির্বাহী সদস্য সাকালাইন শাফি, শেখ এনাম, মামুন আবদুল্লাহ, নুহ বিন হোসাইন ও লাবিব শাহেল।

ইফতার পরবর্তী নির্বাহী সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহার আগেই তারুণ্যের মাহফিল-২০২২ আয়োজনের প্রস্তুতি গ্রহণের প্রস্তাব গৃহীত হয়।