রহমত ডেস্ক 30 April, 2022 10:20 PM
আগামী ৩ মে (মঙ্গলবার) থেকে ৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত রাজধানী ঢাকার পশ্চিমাংশে গ্যাসের সংকট থাকতে পারে। একদিকে গাবতলী সেতুর ওপারে গ্যাস থাকবে বন্ধ, অন্যদিকে রাজধানীর ধানমন্ডি, মিরপুরসহ কিছু এলাকায় গ্যাসের স্বল্পতা থাকতে পারে।
শনিবার (৩০ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানায়, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
তিতাসের এক কর্মকর্তা জানায়, ৫ মে (বৃহস্পতিবার) রাত ১০টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।