মূল পাতা মুসলিম বিশ্ব পাকিস্তানে ফিরতে পাসপোর্ট পেলেন নওয়াজ শরীফ
মুসলিম বিশ্ব ডেস্ক 26 April, 2022 09:55 AM
দেশে ফিরতে পাসপোর্ট পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ খবর দিয়েছে জিও নিউজ। খবরে বলা হয়, পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) নেতা ও সাবেক এই প্রধানমন্ত্রীকে পাকিস্তান সরকার নতুন পাসপোর্ট ইস্যু করেছে।
জিও নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, নওয়াজ শরীফের পাসপোর্টের ধরণ ‘সাধারণ’। জরুরি ক্যাটেগরিতে তা তৈরি করা হয়েছে। ইস্যু করা হয়েছে ২৩শে এপ্রিল।এর স্ট্যাটাস ‘অ্যাক্টিভ’। নতুন এই পাসপোর্টের মেয়াদ ১০ বছর। ফলে ২০৩২ সালের এপ্রিল পর্যন্ত তিনি এই পাসপোর্ট ব্যবহার করতে পারবেন।
বিশ্বাসযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে জিও নিউজ জানিয়েছে, লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ২৩শে এপ্রিল নওয়াজের আঙ্গুলের ছাপ নেয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। তবে কেন, সে বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি।
নবগঠিত স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ গত সপ্তাহে বলেছেন, কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার অধিকার আছে নওয়াজ শরীফের। তাকে এই পাসপোর্ট দেয়া হবে। তিনবার যে ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি নাগরিকত্ব বঞ্চিত থাকা দুর্ভাগ্যজনক।
কিন্তু নওয়াজ শরীফকে যে পাসপোর্ট দেয়া হয়েছে তা কূটনৈতিক নয়। তা অর্ডিনারি বা সাধারণ ক্যাটেগরির।