মূল পাতা শিক্ষাঙ্গন গওহরডাঙ্গা বেফাকের ফল প্রকাশ; পাসের হার ৮৯.৯১
জামিল আহমদ 25 April, 2022 05:05 PM
বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের পাশের হার ৮৯ দশমিক ৯১ শতাংশ। এবারে মোট পরীক্ষার্থী ১০৩১৭ জন। অনুপস্থিত ৬৮৬। মুমতায ৩১০৪। জায়িদ জিদ্দান ২৪৫৭ জন। জায়্যিদ ১৬৬৮ জন। মাকবুল ১৪৩০ জন। রাসিব ৯৭২ জন।
আজ (২৫ এপ্রিল) সোমবার বোর্ডে কেন্দ্রীয় কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি নুরুল ইসলাম প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। পরীক্ষার্থীরা এবং মাদরাসা অনলাইনে ফলাফল দেখতে পারবেন। ব্যাক্তিগত মার্কসিট পেতে শিক্ষার্থীর পরীক্ষার সন, জন্ম তারিখ, জামাতের নাম, মাদরাসার নাম, শিক্ষার্থীর নাম, নিবন্ধন নং ও রোল নং দিতে হবে। মাদরাসার রেজাল্ট পেতে পরীক্ষার সন, বিভাগ ও মাদরাসার ইলহাক নম্বর দিয়ে ফলাফল দেখতে ও সংগ্রহ করতে পারবে। এছাড়াও বোর্ডের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট www.gawhardangaboard.com থেকেও ফলাফল পাওয়া যাবে।
এক নজরে মারহালাভিত্তিক ফলাফল
ফযীলত : মোট পরীক্ষার্থী ৯১২ জন। অনুপস্থিত ৫৫। মুমতায ৫৬। জায়িদ জিদ্দান ১৪০ জন। জায়্যিদ ২৪৩ জন। মাকবুল ২৭৮ জন। রাসিব ১২০ জন।
সানাবিয়া উলইয়া : মোট পরীক্ষার্থী ৪৪২ জন। অনুপস্থিত ৩৪। মুমতায ১৪। জায়িদ জিদ্দান ৫৫ জন। জায়্যিদ ৭৪ জন। মাকবুল ১৪১ জন। রাসিব ১২৪ জন।
সানাবিয়া আম্মাহ : মোট পরীক্ষার্থী ৫১৪ জন। অনুপস্থিত ৩৬। মুমতায ৫৬। জায়িদ জিদ্দান ৪০ জন। জায়্যিদ ৯৫ জন। মাকবুল ১০৭জন। রাসিব ১৪০ জন।
মুতাওয়াসসিতাহ : মোট পরীক্ষার্থী ১৫৭৮ জন। অনুপস্থিত ১১৫ জন। মুমতায ২৭০ জন। জায়িদ জিদ্দান ৩০৫ জন। জায়্যিদ ৩০৩ জন। মাকবুল ৩৩৩ জন। রাসিব ২৫২ জন।
ইবতিদাইয়্যাহ : মোট পরীক্ষার্থী ২০৫৫ জন। অনুপস্থিত ১৫৩ জন। মুমতায ৪৭১ জন। জায়িদ জিদ্দান ৪২৯ জন। জায়্যিদ ৪২৫ জন। মাকবুল ৩৭০ জন। রাসিব ২০৭ জন।
খতমী গ্রুপ ১-৩০ : মোট পরীক্ষার্থী ৪৪২ জন। অনুপস্থিত ৪১ জন। মুমতায ১৮০ জন। জায়িদ জিদ্দান ১৭৫ জন। জায়্যিদ ৩৩ জন। মাকবুল ৫ জন। রাসিব ৪ জন।
১৫ পা রা গ্রুপ ১-১৫ : মোট পরীক্ষার্থী ৩১৬ জন। অনুপস্থিত ৩৩ জন। মুমতায ১০৩ জন। জায়িদ জিদ্দান ১১৮ জন। জায়্যিদ ৩২ জন। মাকবুল ১ জন। রাসিব ২৯ জন।
১৫ পা রা গ্রুপ ১৬-৩০ : মোট পরীক্ষার্থী ১১৪৮ জন। অনুপস্থিত ৬২জন। মুমতায ৩৬১ জন। জায়িদ জিদ্দান ৪৪২ জন। জায়্যিদ ১১০ জন। মাকবুল ২৭ জন। রাসিব ৪৬ জন।
ইজরা : মোট পরীক্ষার্থী ২৯১০ জন। অনুপস্থিত ১৫৭ জন। মুমতায ১৪৯৩ জন। জায়িদ জিদ্দান ৬৯৩ জন। জায়্যিদ ৩৫৩ জন। মাকবুল ১৬৮ জন। রাসিব ৪৬ জন।