| |
               

মূল পাতা সারাদেশ শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস, ছাত্রলীগ নেতাসহ আটক ৬


শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস, ছাত্রলীগ নেতাসহ আটক ৬


রহমত ডেস্ক     23 April, 2022     11:19 AM    


মাগুরায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে মাগুরা শহরের এজি একাডেমি ও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশ। মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যাক্তিরা হলেন- সদর উপজেলার পরীক্ষার্থী তারানা আফরোজ, মহম্মদপুরের সোহেল রানা ও একই উপজেলার ইসমত আরা ঝর্না। তাদের সহযোগিতাকারী হিসেবে আটক করা হয়েছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বি, মাগুরা শহরের ইফতেখার ইসলাম ও মহম্মদপুরের  শাহানা বেগমকে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মাগুরা পলিকেটনিক ইনস্টিটিউট ও এজি একাডেমি কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস করে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের মাধ্যমে পরীক্ষা দিচ্ছিল কয়েকজন। এ সময় কক্ষে দায়িত্বরত শিক্ষক এবং ম্যাজিস্ট্রেট ইলেকট্রনিক্স ডিভাইসহ তারানা আফরোজ, সোহেল রানা ও ইসমত আরা ঝর্না নামে তিন পরীক্ষার্থীকে আটক করেন। 

আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করেলে তারা তাদের সহায়তাকারী হিসেবে ফাহিম ফয়সাল রাব্বি, ইফতেখার ইসলাম ও শাহানা বেগমের নাম প্রকাশ করে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার দায়ে তাদেরকে আটক করে। আটকরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ধারায় মামলার প্রস্তুতি চলছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা মাগুরা মাগুরা সদর