মফস্বল ডেস্ক 22 April, 2022 07:29 AM
নীলফামারীতে কৃষি খামারে রাতের আধারে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় সীমানা প্রাচীরের কাঁটাতার কেটে ককটেল সদৃশ্য বস্তু ফাটিয়ে খামারে প্রবেশের চেষ্টা করে তারা। বুধবার (২০ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় খামারের নৈশপ্রহরী আর স্থানীয়রা খোঁজ পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই কৃষি খামারটি সামাজিক উন্নয়ন সংস্থা 'সুবসতি' দ্বারা পরিচালিত।
জানা গেছে, প্রায় তিন দশক পূর্বে সমাজসেবা ও উন্নয়নমূলক সংস্থা সুবসতি নীলফামারী জেলার পঞ্চগড় সীমান্তে ডোমার থানার ভোগডাবুড়ি ইউনিয়নে কৃষি খামার স্থাপন করেন। বর্তমানে সেখানে আম, লিচু, ভুট্টা আর বাদাম চাষ হচ্ছে। বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত খামারের সীমানা প্রাচীরের কাঁটাতার কেটে ককটেল সদৃশ বস্তু ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় ককটেল ফাটার শব্দে স্থানীয়রা খোঁজ পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নৈশ প্রহরী ও স্থানীয়দের দাবী, খামারে থাকা প্রহরী আর স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে খামার দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, সুবসতির উন্নয়নমূলক কার্যক্রমের সুনাম ক্ষুণ্ণ করতে একটি দুষ্টচক্র দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে হামলা করেছে।
সুবসতির বিভাগীয় সমন্বয়কারী মো. সুরুজ্জামান নবাব জানান, এ ঘটনায় মামলা দায়েরের করা হবে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর নীলফামারী নীলফামারী সদর