| |
               

মূল পাতা জাতীয় নিউ মার্কেটে দোকান খোলা শুরু; যান চলাচল স্বাভাবিক


ফাইল ছবি

নিউ মার্কেটে দোকান খোলা শুরু; যান চলাচল স্বাভাবিক


রহমত ডেস্ক     21 April, 2022     12:14 PM    


রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থীদের তাণ্ডবের জেরে দুই দিন বন্ধ থাকার পর ফের খুলেছে নিউ মার্কেট। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে নিউ মার্কেট ও আশেপাশের মার্কেটের দোকানগুলো খুলতে দেখা গেছে। তবে ঢাকা কলেজের উল্টো পাশের মার্কেটগুলো এখনো খোলেনি।

বুধবার (২০ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকানকর্মীদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ভিত্তিতে আজ নিউ মার্কেটের দোকানগুলো খুলতে শুরু করেছে। ঈদের ভরা মওসুমে দোকান খুলতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, গত দুই দিন দোকান বন্ধ থাকায় তাদের অনেক ক্ষতি হয়েছে। করোনার জন্য গত দুই বছর ঈদে দোকান খুলতে পারেননি তারা। এবারের ঈদে সে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন তারা।

এদিকে নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা বৈঠকের পর নীলক্ষেতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে নিউমার্কেট-নীলক্ষেত এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

গত সোমবার রাতে নিউ মার্কেটের একটি খাবারের দোকানে খেতে গিয়ে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে দোকানকর্মীদের অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর সেটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সোমবার রাতভর দোকান মালিক-কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সেই রেশ চলে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। সংঘর্ষে এখন পর্যন্ত দুজন মারা গেছেন। সংঘর্ষের মধ্যে পড়ে নাহিদ মিয়া নামে কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে মারা যান। সংঘর্ষের মধ্যে ইটের আঘাতে আহত মুরসালিন নামের আরো এক দোকান কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আজ ভোরে। দুদিনের সংঘর্ষে আহত হয়েছেন আরও শতাধিক।