| |
               

মূল পাতা রাজনীতি মহিলা মজলিস ঢাকা মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত


মহিলা মজলিস ঢাকা মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত


রহমত ডেস্ক     21 April, 2022     05:00 PM    


বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ এপ্রিল) বুধবার দুপুরে রাজধানীর উত্তরাস্থ মহিলা মজলিসের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা মহানগরী সম্পাদিকা সুরাইয়া খন্দকার সুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী উম্মে সুমাইয়া লাকী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল রায়হানা মালিক লোপা। বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন ঢাকা মহানগর নির্বাহী সদস্য মির্জা জেরিন সুলতানা। উম্মে হাবিবা সুলতানা। জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল মাওয়া প্রমূখ।

প্রধান অতিথি বলেন, রমজানের শিক্ষা কাজে লাগাতে হলে সমাজের সকল অসঙ্গতি দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। হিজাব মুসলিম নারীদের মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিজাব নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কোটি কোটি মুসলমানের এই ভূখণ্ডে তা বরদাস্ত করা হবে না।