| |
               

মূল পাতা সারাদেশ চট্টগ্রামে ‘বোতলভর্তি জিনসহ’ করিরাজ গ্রেফতার


চট্টগ্রামে ‘বোতলভর্তি জিনসহ’ করিরাজ গ্রেফতার


রহমত ডেস্ক     21 April, 2022     07:56 AM    


চট্টগ্রামে বোতলভর্তি কথিত জিনসহ এক প্রতারক কবিরাজকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৯ এপ্রিল) নগরীর হালিশহরের বৌবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. ইব্রাহিম হোসেন (৪২) ওরফে কবিরাজ ইব্রাহিম। তিনি হালিশহর থানার মধ্যম রায়পুর এলাকার মৃত মৌলভী এরশাদ হোসেনের ছেলে।

বুধবার (২০ এপ্রিল) হালিশহর থানায় হস্তান্তর করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতার ইব্রাহিম কখনো মানবাধিকারকর্মী, কখনো সাংবাদিক, কখনো কবিরাজ পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে স্বর্ণালংকারসহ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

র‍্যাব-৭ এর সূত্রে জানা যায়, মো. ফারহাদুল ইসলাম (১৯) নামে মানসিক বিকারগ্রস্ত এক রোগীকে চিকিৎসা করাতে ইব্রাহিম কবিরাজের শরণাপন্ন হয় স্বজনরা। ইব্রাহিম কবিরাজ স্বজনদের ফারহাদুলকে বাসায় নিয়ে যেতে বলেন। পরে বাসয় গেলে কিছু তাবিজ ও পানি পড়া দেন তিনি। পাশাপাশি বলেন- ফারহাদুলের ভাগ্যে মূল্যবান গুপ্তধন আছে। ইব্রাহিম তা উদ্ধার করে দেবেন। এজন্য কিছু টাকা খরচ করতে হবে ও কিছু সরঞ্জাম কিনতে হবে। তার কথা বিশ্বাস করে দুই লাখ টাকা দেন ফারহাদুলের স্বজনরা।

এরপর গুপ্তধন উদ্ধারের কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন ইব্রাহিম। কিছুদিন পর তিনি জানান, গুপ্তধন উদ্ধারে আরও টাকা লাগবে। পরে ফারহাদুলের মা আরও দেড় লাখ টাকা দেন। পরে ইব্রাহিম বলে গুপ্তধন পাওয়া গেছে। উদ্ধারে আরও টাকা লাগবে। এভাবে ওই পরিবারের কাছ থেকে পাঁচ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় ইব্রাহিম। এরপরও গুপ্তধন না দেওয়ায় মঙ্গলবার তার কাছ পাঁচ লাখ ৯০ হাজার টাকা ফেরত চায় ফারহাদুলের পরিবার। তখন ইব্রাহিম তাদের বেঁধে রাখার জন্য লোকজন ডাকে। সেই সঙ্গে আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দেয়। এ সময় রাস্তার পাশে র‌্যাবের টহল গাড়ি দেখে স্বজনরা র‌্যাবকে বিষয়টি জানান। পরে ইব্রাহিমকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ইব্রাহিম হোসেন একজন ভুয়া কবিরাজ। তাবিজ, পানি পড়াসহ বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন ইব্রাহিম।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম কর্ণফুলী