| |
               

মূল পাতা আরো সোশ্যাল মিডিয়া ভারতের মুসলমানরা ‘ভয়ঙ্কর বুলডোজার’ রাজনীতির শিকার


ভারতের মুসলমানরা ‘ভয়ঙ্কর বুলডোজার’ রাজনীতির শিকার


মুফতি এনায়েতুল্লাহ     20 April, 2022     08:32 PM    


নানা অজুহাত দিয়ে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। বিগত কয়েকমাস যাবৎ উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বিজেপি সরকার এমন কাজ নিয়মিত করছে। সম্প্রতি গুজরাত সরকার এবং আজ দিল্লি পুরনিগম একই কাজ করেছে।

এভাবে বুলডোজার চালিয়ে ঘরবাড়ি ভাঙা বন্ধের দাবিতে সুপ্রিম কোর্ট মামলা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে জমিয়ত বলেছে, অপরাধ দমনের নামে বিভিন্ন রাজ্যে চালু হওয়া এমন বিচার বন্ধ করতে হস্তক্ষেপ করুক সর্বোচ্চ আদালত।

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়্যেদ আরশাদ মাদানির মতে, এমন কাজ সাংবিধানিক নৈতিকতার পরিপন্থী এবং আইন বিরুদ্ধ। বুলডোজার বিচার ভয়ংকর রাজনীতি।

বেশ কিছু দিন ধরে এই বিষয়ে ভারতে বিতর্ক চলছে। অভিযুক্তরা আদালতে অপরাধী সাব্যস্ত হওয়ার আগেই তাদের বাড়িঘর, দোকান, অফিস বুলডোজার চালিয়ে ভেঙে দিচ্ছে প্রশাসন। তাদের বেশিরভাগই গরিব মানুষ।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ভুক্তভোগীরা বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। বিজেপি শাসিত তিন রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাতেই আপাতত এই বিতর্কিত বুলডোজার বিচার সীমাবদ্ধ।

লেখক : সিনিয়র সাংবাদিক