মূল পাতা শিক্ষাঙ্গন অটোরিকশা চালকের মারধরে ১২ চবি শিক্ষার্থী আহত, ছাত্রলীগের বিক্ষোভ
রহমত ডেস্ক 15 April, 2022 07:00 AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১২ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের রুটের চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল গেট আটকে দিয়ে চেয়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মারধরের ঘটনার কিছু সময় পর বিকেল সাড়ে ৪টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। তাদের কর্মসূচি শেষ হয় রাত পৌনে ১০টার দিকে। এ সময় ছাত্রলীগ কর্মীরা ৬টি চেয়ারে আগুন জ্বালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরাফাত রায়হান নামে এক শিক্ষার্থীর সঙ্গে সিএনজি অটোরিকশা চালকের বাকবিতণ্ডা হয়। তখন জাভেদ নামে এক কম্পিউটার দোকান মালিক ওই শিক্ষার্থীর ওপর হামলা করেন। এই ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের মূল গেট অবরোধ করে। অপর দিকে অটোরিকশা চালকরা রেলক্রসিং এলাকায় লাগাতার যে শিক্ষার্থীকে পেয়েছে তাকেই মারধর করে। এতে প্রায় ১২ শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, 'আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখছি।'
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর শহীদুল ইসলাম বলেন, 'এ ঘটনায় শনিবার সকাল ১১টায় চাকসুতে ভুক্তভোগী ও চালককে নিয়ে বৈঠক হবে। বৈঠকে বিষয়টি সমাধান না হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'এরপর শনিবার দুপুর ২টায় অটোরিকশা মালিকদের সঙ্গে এবং রোববার সকালে চালক ও মালিকদের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর, ছাত্রনেতা, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার থাকবেন। বৈঠকে বিষয়টি সমাধান না হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।'