| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত বিএনপি নেতা ইশরাকের জামিনে মুক্তি


বিএনপি নেতা ইশরাকের জামিনে মুক্তি


রহমত ডেস্ক     12 April, 2022     02:04 PM    


রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতা ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র  ইশরাক হোসেন।

আজ (১২ এপ্রিল) মঙ্গলবার ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন। আশা করা যাচ্ছে, আজকেই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। একই দিন তাকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় ইশরাককে আটক করে পুলিশ। পরে গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় জামিনে থাকা ইশরাক উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। গত ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।