| |
               

মূল পাতা জাতীয় যানজট নিরসনে কেউ দায়িত্ব নিচ্ছে না: ইলিয়াস কাঞ্চন


নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন (ফাইল ছবি)

যানজট নিরসনে কেউ দায়িত্ব নিচ্ছে না: ইলিয়াস কাঞ্চন


রহমত ডেস্ক     11 April, 2022     05:58 AM    


যানজট নিরসনে দায়িত্ব কেউ নিচ্ছে না জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমাদের সরকারি সংস্থাগুলো যদি রাস্তায় গাড়ি রাখে, আপনারা পার্কিংয়ের কথা বলছেন? কাকে পার্কিংয়ে বাধা দেবেন তাহলে? সরকারের দায়িত্বটা কে নেবে এটা আমি বুঝতে পারলাম না।

সোমবার (১১ এপ্রিল) রাজধানী সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘অসহনীয় যানজট: সমাধান কী’ ডুরা সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপে এসময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমি চিন্তা করছিলাম এখানে এসে আমি গাড়িটা রাখবো কোথায়। আপনাদের এখানে কি পার্কিংয়ের সুবিধা আছে। মন্ত্রী সাহেব যে গাড়ি রেখে এসেছেন, তিনি কি পার্কিংয়ে রেখে এসেছেন? মন্ত্রী সাহেব তো রাস্তার ওপর গাড়ি রেখে এখানে চলে এসেছেন।

তিনি বলেন, মন্ত্রীর বক্তব্য আমি শুনছিলাম। তিনি বলছিলেন, করতে হবে? কিন্তু কে করবে? আমরাও দায়িত্ব পালন করছি না। আমরা শুধু বলে যাচ্ছি করতে হবে। কিন্তু আমরা কেউ দায়িত্ব নিচ্ছি না।