রহমত ডেস্ক 09 April, 2022 10:39 AM
স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে এ বছর হজ করতে পারবেন ১০ লাখ হজযাত্রী। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে। শনিবার (০৯ এপ্রিল) এক টুইটে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।
টুইটে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে। এছাড়া পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদও লাগবে।
করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক হজযাত্রী হজ পালন করতে পেরেছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। মহামারির আগের বছরগুলোতে হাজির সংখ্যা ছাড়িয়ে ছিলো ২০ লাখ।