| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইমরান খান বিরোধীদের উল্লাস, শুকরিয়া মাহফিলের ঘোষণা


মাওলানা ফজলুর রহমান, বিলাওয়াল ভুট্টো ও শাহবাজ শরিফ

ইমরান খান বিরোধীদের উল্লাস, শুকরিয়া মাহফিলের ঘোষণা


মুসলিম বিশ্ব ডেস্ক     08 April, 2022     03:23 PM    


পাকিস্তানে পার্লামেন্ট পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টের দেওয়া আদেশকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে দেখছে বিরোধী দলগুলো। আজ (শুক্রবার) দোয়া মাহফিল ও শুকরিয়া সমাবেশের মধ্য দিয়ে বিজয় উদযাপনের ঘোষণা দিয়েছে তারা। 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাতে পার্লামেন্ট পুনর্বহাল করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাঁচ দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। প্রধান বিচারপতি আদেশে বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার মন্ত্রিসভাকে পুনর্বহাল করতে হবে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ডাকতে হবে জাতীয় পরিষদের অধিবেশন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিবেশন মুলতবি করা যাবে না। 

সুপ্রিম কোর্টের রায়ে আনন্দ প্রকাশ করে টুইটারে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো লিখেছেন, ‘গণতন্ত্রই শ্রেষ্ঠ প্রতিশোধ! জিও ভুট্টো, জিও আওয়াম, পাকিস্তান জিন্দাবাদ।’

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টির প্রধান ও জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শীর্ষ আদালতের এ রায় গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে সংবিধান ও পাকিস্তানের সুরক্ষা নিশ্চিত হয়েছে। আদালতের স্বাতন্ত্র্য ও মর্যাদা সমুন্নত থেকেছে।’

জমিয়ত উলেমা-ই ইসলামের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলনটি করেন শাহবাজ। এসময় ফজলুর রহমান বলেন, আজ দেশব্যাপী সমাবেশ পালন করা হবে। তিনি বলেন, ‘এ বিজয় উদ্‌যাপনের জন্য আজ আমরা শুকরিয়া সমাবেশ পালন করব। চলমান অর্থনৈতিক সংকট থেকে বের হয়ে আসতে আমরা আমাদের দেশের জন্য দোয়া করব।’

এদিকে, অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলছে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। 

সুপ্রিম কোর্টের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসাইন বলেন, সরকার পরিবর্তন পাকিস্তানকে আবারও ২৩ মার্চ ১৯৪০ থেকে সংগ্রাম শুরুর দিকে ঠেলে দেবে। তিনি বিরোধী দলের অধীন দেশ শাসনের চিত্র তুলে ধরার চেষ্টা করেন।

ফাওয়াদ চৌধুরী বলেন, ‘আমাদের আবারও স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করতে হবে। বিরোধীরা পাকিস্তানকে দাসত্বের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদের সফল হতে দেব না।’ 

আদালতের আদেশ একপক্ষীয় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে ‘বেশ কিছু অসংগতি’ রয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, ইমরান খানের ভয়ে সব ‘চোর’ এক হয়েছে। তিনি আরও বলেন, ইমরান খানের দাবিরই জয় হয়েছে। আগামী নির্বাচনে বিরোধী দলগুলো টের পাবে, যারা বিদেশি ষড়যন্ত্রকে সমর্থন করেছে, জনগণ তাদের কীভাবে জবাব দেয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগাযোগ-বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল বলেছেন, ‘আমাদের পূর্বপুরুষেরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন এবং ১৯৪৭ সালে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে ওয়াঘা সীমান্ত পার হয়ে এসেছেন। তাঁরা হয়তো জানতেন না, আমরা যুক্তরাজ্যের পরিবর্তে যুক্তরাষ্ট্রের দাসত্ব করব। পাকিস্তান ১৯৪৭ সালের অবস্থায় ফিরে যেতে পারে।’

বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ৩ এপ্রিল খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট। অনাস্থা প্রস্তাব খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণে বৃহস্পতিবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

-পার্সটুডে